Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

শিশুর কামড়ে সাপের বাচ্চার মৃত্যু, শিশুটি সুস্থ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

শিশুর কামড়ে সাপের বাচ্চার মৃত্যু, শিশুটি সুস্থ

চুয়াডাঙ্গায় এক শিশুর কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির কামড়ে সাপের বাচ্চাটি মারা গেছে বলে দাবি করছে পরিবারের সদস্যরা। এক বছর বয়সী শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জান্নাতুল ফেরদৌস নামে শিশুটি ওই গ্রামের বিলপাড়ার রিয়াজুল ইসলামের মেয়ে।

শিশুটির মা শিলা খাতুন বলেন, ‘আজ সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে খেলছিল জান্নাতুল। খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। খাটের নিচে থাকা একটি সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বের হয়ে আসে। সাপের বাচ্চাটি মারা গেছে। আমি মেয়েকে নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করি। ডাক্তার বলেছে আমার মেয়ে সুস্থ আছে।’ 

শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকচুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘সাপটিকে মৃত অবস্থায় আনা হয়। শিশুটিকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৪ ঘণ্টা গেলে বোঝা যাবে। 

তবে শিশুটির অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।’

অবশ্য সাপের বাচ্চাটি কোন প্রজাতির সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা গোখরার বাচ্চা বলে দাবি করলেও গ্রামের অনেকে বলছেন এটি ঘরে থাকা নির্বিষ সাপ।

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর