কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে গতকাল শনিবার সমাবেশ করে জেলা জামায়াতে ইসলামী। সমাবেশ শেষ হওয়ার পর আজ রোববার মাঠে থেকে যাওয়া আবর্জনা পরিষ্কার করেছেন ছাত্রদলের নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এ সময় কুষ্টিয়া জেলা, শহর, সদর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতার এই কার্যক্রমে অংশ নেন। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
জানতে চাইলে শহর ছাত্রদলের সদস্য সংগ্রাম হোসেন সাইফ বলেন, ‘গতকাল (শনিবার) সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে মাঠটি অপরিচ্ছন্ন থাকায় জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্দেশনায় আমরা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা একসঙ্গে মাঠটি পরিষ্কার করেছি।’
ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, কুষ্টিয়া জেলার ময়লা-আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে বিএনপির পৃষ্ঠপোষকতায় ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা ব্যাপক সাড়া ফেলেছেন গ্রামাঞ্চলসহ আশপাশের এলাকায়।
স্কুল-কলেজ, রাস্তাঘাট, বাড়ির আঙিনাসহ সর্বত্র পরিষ্কার করার কাজে ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘আমাদের আশপাশের পরিবেশ অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা দরকার। এ জন্য আমরা ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়ার সদস্যরা মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিই। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবী ও ছাত্রদলের নেতা-কর্মীরা একত্র হয়ে সমাবেশস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছে।’