কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জে ৫০ লিটার চোলাই মদসহ ডিভ্যাল সরকার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা-পুলিশ। গত মঙ্গলবার তাঁকে গোপন তথ্যের ভিত্তিতে আটক করা হয়।
আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের শ্যামপদ সরকারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে থানার সহকারী উপপরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ব্যবসায়ী ডিভ্যালের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ৫০ লিটার চোলাই মদসহ ব্যবসায়ী ডিভ্যালকে আটক করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।