হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় রেকর্ড ৪২.২ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে নাভিশ্বাস

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এবার চুয়াডাঙ্গায় শুরু হলো অতি তাপ প্রবাহ। আজ শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। চুয়াডাঙ্গায় একটানা ১৪ দিন দেশের সবোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জে আবহাওয়া অফিসের তথ্য মতে, এপ্রিলের শুরু থেকেই চুয়াডাঙ্গার তাপমাত্রা ক্রমশ বাড়ছে। গত ২ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে প্রতিদিনই এ জেলার তাপমাত্রা বেড়েছে। ৩ এপ্রিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৪ এপ্রিল চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ৫ এপ্রিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ৬ এপ্রিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৭ এপ্রিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, ৮ এপ্রিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৯ এপ্রিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, ১০ এপ্রিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ১১ এপ্রিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ১২ এপ্রিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ১৩ এপ্রিল ৪১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ১৪ এপ্রিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিনও দেশের সবোর্চ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়।

এদিকে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। অসহনীয় ভ্যাপসা গরমে চুয়াডাঙ্গার জনজীবনসহ প্রাণীকুল অতিষ্ঠ। এই গরম ব্যাঘাত ঘটিয়েছে চুয়াডাঙ্গার মানুষের জীবনযাত্রায়। স্বাভাবিক সময়ের মতো ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। জরুরি কাজ ছাড়া তীব্র রোদে পুড়তে আগ্রহী নন কেউ। তীব্র গরমে এই জেলার মানুষের জীবনে নেমে এসেছে স্থবিরতা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আদ্রতার পরিমান ছিল ১৬ শতাংশ। এটি এ জেলার এবং দেশের এই মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আদ্রতার পরিমাণ কমে গেছে।’

তিনি আরও বলেন, টানা ১৪ দিন ধরে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। তার সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা ১২ দিন ধরে। 

তিনি আরও বলেন, সাধারণত তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাঁকে তীব্র তাপ প্রবাহ বলা হয়। আর ৪২ ডিগ্রি বা তার বেশি হলে সেটাকে অতি তাপপ্রবাহ বলে। সেই হিসেবে চুয়াডাঙ্গা টানা ৯ দিন মাঝারি তাপ প্রবাহের পর টানা চার দিন তীব্র তাপ প্রবাহ এবং আজ শনিবার থেকে অতি তাপপ্রবাহ শুরু হয়েছে।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য বিভাগকে গরমজনিত রোগীদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, পটুয়াখালী জেলা ও খুলনা বিভাগের ওপর দিয়ে আজ শনিবার তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনে ও রাতে তাপমাত্র প্রায় একই রকম থাকবে। প্রচণ্ড গরমের মধ্যে আজ বৃষ্টিরও কোনো আভাস নেই।

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

সেকশন