যশোরের কেশবপুরে পিকআপের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম সুশিলা রায় (৭৫)। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে যশোর-চুকনগর সড়কের উপজেলার মঙ্গলকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুশিলা রায় উপজেলার বসুন্তিয়া গ্রামের মৃত সুনীল রায়ের স্ত্রী।
সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুল ইসলাম।
স্থানীয় বাসিন্দারা জানান, সুশিলা রায় সকালে যশোর-চুকনগর সড়কের মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশ দিয়ে হাঁটার সময় কেশবপুর থেকে চুকনগরগামী একটি চলন্ত পিকআপ তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের পাশে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। এলাকাবাসী তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি বলেন, ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।