হোম > সারা দেশ > যশোর

বুধবার থেকে বেনাপোল বন্দরে লাগাতার কর্মবিরতির ঘোষণা

বেনাপোল বন্দর প্রতিনিধি

বেনাপোল বন্দরে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতি শেষ না হতেই শুরু হয়েছে ট্রান্সপোর্ট মালিক সমিতির কর্মবিরতি। বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে আগামীকাল বুধবার থেকে বেনাপোল স্থলবন্দরে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। এ কর্মবিরতিকে সমর্থন জানিয়েছে বন্দরের আরও ৪টি বাণিজ্যিক সংগঠন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নিজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে আগামীকাল বুধবার (৮ জুন) থেকে লাগাতার এই কর্মবিরতি ঘোষণা করা হয়। আগে মঙ্গলবার বেনাপোল বন্দরে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কর্মবিরতিতে দিনভর বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। 

৩ দফা দাবিগুলো হলো বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মো. মামুন কবীর তরফদারকে প্রত্যাহার করা, বেনাপোল স্থলবন্দরে প্রয়োজনীয় ইকুইপমেন্ট সরবরাহসহ দক্ষ চালক নিয়োগ দেওয়া এবং বন্দরে পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধি ও যানজট মুক্ত রাখা। 

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী বলেন, ‘বারবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখছে না বন্দর। বাণিজ্য অচলাবস্থার মধ্যে। বাধ্য হয়ে এ কর্মবিরতি। যতক্ষণ পর্যন্ত ৩ দফা দাবি আদায় না হচ্ছে লাগাতার এ কর্মবিরতি চলবে।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান (সনি), সহসভাপতি-১ ইদ্রিস আলী, সহসভাপতি-২ মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান (সুমন), অর্থ সম্পাদক মুছা করিম (মুছা), দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম (রিপন), কার্যকরী সদস্য-১ রাজু আহম্মেদ, কার্যকরী সদস্য-২ আহসান হাবিব।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার