Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবার বলছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবার বলছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা 

নড়াইলের লোহাগড়ায় সুরাইয়া আক্তার আশা (১৮) নামের এক এইচএসসি ফলপ্রত্যাশীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর পরিবারের দাবি, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। 

গতকাল সোমবার উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সুরাইয়া আক্তার আশা উপজেলার মাকড়াইল গ্রামের ফিরোজ খানের মেয়ে এবং উপজেলার লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার পরীক্ষার ফল প্রকাশিত হলে আশা জানতে পারেন ইতিহাসে অকৃতকার্য হয়েছেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তাঁর মন খারাপ ছিল। রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন নিজ কক্ষে। পরে সোমবার সকালে স্বজনেরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে