Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পাটকেলঘাটায় কৃষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

পাটকেলঘাটায় কৃষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের কৃষক আরিজুল হত্যা মামলার আসামি আকরাম মোড়লকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে একই গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আকরাম মোড়লের বাড়ি কাশিয়াডাঙ্গা গ্রামে। 

আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাবলু রহমান খান। তিনি বলেন, ‘কৃষক আরিজুল মোড়ল হত্যা মামলায় আকরাম মোড়ল নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আজ সকালে আদালতে পাঠানো হয়।’ 

মামলা থেকে জানা গেছে, ২০২১ সালে ১০ জানুয়ারি পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের কৃষক আরিজুল মোড়ল (৫২) হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার পরের দিন সাতজনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে পাটকেলঘাটা থানায় হত্যা মামলা রুজু করা হয়। ওই দিন একই এলাকার ময়জউদ্দীন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন। 

বিষয়টি নিয়ে ওই সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীকালে সেই সময়ের পুলিশ সুপার মোহাস্মদ মোস্তাফিজুর রহমান মামলাটি পাটকেলঘাটা থানা থেকে জেলা গোয়েন্দা শাখায় তদন্তের দায়িত্ব দেন। মামলাটির পর্যবেক্ষণ শেষে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ আরিজুল হত্যা মামলায় আকরাম মোড়লকে গতকাল গ্রেপ্তার করে।

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে