বাগেরহাটের মোল্লাহাটে ইটবোঝাই ট্রলি উল্টে মুরসালিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার গাওলা মাদ্রাসাঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মুরসালিন উপজেলার গাড়ফা গ্রামের লায়েব আলীর ছেলে। তিনি ওই ট্রলির চালক ছিলেন।
নিহতের এক আত্মীয় জানান, আজ সকালে মুরসালিন ইটবোঝাই ট্রলি চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে ট্রলিটি ঘোরানোর সময় উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। যেহেতু এ ঘটনার জন্য কেউ দায়ী নয়, সেহেতু কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মো. মেহেদী হাসান বলেন, ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।