নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে ঘাস কাটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে তৌহিদুর রহমান (৪৫) ও রুহুল আমীন (৪০) নামে আপন দুই ভাই মারা গেছেন। গতকাল বুধবার বিকেলে জেলার বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা ওই গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে।
মৃতদের চাচা রেজাউল ইসলাম সুইট জানান, বুধবার সন্ধ্যার আগে রুহুল আমিন গবাদিপশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ঘাস কাটার মেশিনে হাত দিলে বিদ্যুতায়িত হন। পরে ছোট ভাইকে বিদ্যুতায়িত দেখতে পেয়ে বাঁচাতে গিয়ে বড় ভাই তৌহিদুর রহমানও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সন্ধ্যায় স্বজনেরা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে ডা. শুভাশিষ রায় দুজনকে মৃত ঘোষণা করেন। তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক শুভাশিষ রায় আজকের পত্রিকাকে জানান, হাসপাতালে আনার আগেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।