হোম > সারা দেশ > যশোর

আগুনে নিঃস্ব ছকিনার ঠাঁই খোলা আকাশের নিচে

কেশবপুর (যশোর) প্রতিনিধি

আগুনে ঘর, গোয়ালসহ পুড়ে গেছে রান্না ঘর। দগ্ধ হয়ে মারা গেছে গর্ভবতী একটি গাভি ও ছাগল। নিঃস্ব হয়ে এখন খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে যশোরের কেশবপুরে মূলগ্রামের জামাই পাড়ার ছকিনা খাতুনের।

আজ শুক্রবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় বাড়ির আঙিনায় প্লাস্টিকের বস্তা টানিয়ে খোলা আকাশের নিচে থাকছেন দিনমজুর ছকিনার পরিবার।

ছকিনার স্বামী সিদ্দিকুর রহমান বলেন, রাত প্রায় ১০টার দিকে গোয়াল ঘরের সাজাল থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে টিনের ছাউনির ঘর, গোয়ালসহ রান্নাঘরসহ পুড়ে গেছে। এ সময় গোয়ালে থাকা ৮ মাসের গর্ভবতী একটি গাভি ও একটি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘কিনার বোনের ছেলে আলামিনকে বিদেশে পাঠানোর জন্য ঘরে রাখা নগদ টাকাও পুড়ে গেছে। আগুন লেগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের।’

ছকিনার বোন হাসিনা খাতুন বলেন, ‘আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় আমার বোন নিঃস্ব হয়ে গেছে। সারা রাত তাঁদের পরিবারকে খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। সবকিছু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে বোন ছকিনা।’

কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, আগুন লাগার খবরে টিম নিয়ে ঘটনাস্থলে যায়। পরিবারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, ক্ষতিগ্রস্ত ওই পরিবারটিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি সরকারিভাবে ওই পরিবার যেন সহযোগিতা পায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ