Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যুর ৪ দিন পর মায়ের মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যুর ৪ দিন পর মায়ের মৃত্যু

কয়েকদিন আগে বাগেরহাটের মোল্লাহাটের কলেজছাত্র আল-আমিন শেখ (১৯) মারা যান। এর চার দিন পর ওই আজ বৃহস্পতিবার দুপুর ২টার উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তায় পড়ে মারা যান তিনি তাঁর মা মিনা বেগম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশিরা জানান, গত শনিবার (২৮ মে) রাতে উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামের আল-আমিন শেখ বাড়ি থেকে বের হয়ে গোসল করতে যান। এরপর আর তাঁকে খুজে পাওয়া যায়নি। পরের দিন পুকুর থেকে ওই কলেজ ছাত্রের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে এলাকাবাসী। এরপর থেকে মা মিনা বেগম ছেলের শোকে পাগল প্রায়। একমাত্র ছেলেকে হারিয়ে মিনা বেগম খাওয়া-দাওয়া ছেড়ে দেন এবং দ্বিগবিদিক ছোটাছুটি করেন। আল-আমিন শেখ মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের ২০২২ শিক্ষা বর্ষের এইচ এসসি পরীক্ষার্থী ছিলেন। 

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জব্বার ফারুকী বলেন, মিনা বেগম নামের এক নারীকে তাঁর স্বজনেরা হাসপাতলে নিয়ে আসেন। তবে এখানে আসার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। 

স্থানীয় গাংনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল আলম বলেন, একমাত্র ছেলে আলামিনকে হারিয়ে পাগল প্রায় মা মিনা বেগম। কোনোভাবেই মেনে নিতে পারছিল না ছেলের মৃত্যু। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতিয়ার রহমান বলেন, মিনা বেগম নামের এক নারী মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর