Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

যশোরে যুবলীগ নেতার বাসা থেকে ফেনসিডিল উদ্ধার, স্ত্রী কারাগারে 

যশোর প্রতিনিধি

যশোরে যুবলীগ নেতার বাসা থেকে ফেনসিডিল উদ্ধার, স্ত্রী কারাগারে 

যশোর শহরের বিরামপুরে কেরামত আলী মোল্লা নামে এক যুবলীগের নেতার বাসায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর স্ত্রী সুলতানা বেগমকে (৫৩) আটক করা হয়। আজ মঙ্গলবার ফকিরার মোড় এলাকার ওই বাসায় অভিযানটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

অভিযুক্ত কেরামত আলী মোল্লা যশোর জেলা যুবলীগের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

জানা যায়, মঙ্গলবার সকালে শহরতলির বিরামপুর ফকিরার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ এলাকার কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করা হয়। এ সময় কেরামত আলী মোল্লা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, ‘কেরামত আলী মোল্লা ও তাঁর স্ত্রী এলাকায় মাদক ব্যবসা করেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা ছদ্মবেশে কয়েক দিন এলাকায় তদারকি করি। অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় মঙ্গলবার সকালে ওই বাড়িতে অভিযান চালানো হয়। 

`অভিযানের খবর জানতে পেরে কেরামত আলী মোল্লা পালিয়ে যান। তাঁর বসতঘরে অভিযান চালিয়ে সাত বান্ডিলে ২৫ বোতল করে মোট ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল তাঁর শোবার ঘরে (বেডরুম) খাটের নিচে সাজানো ছিল। এ সময় কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করা হয়।' 

তিনি বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহীন পারভেজ বাদী হয়ে সুলতানা বেগম ও তাঁর স্বামী কেরামত আলী মোল্লাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন। 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘মাদকদ্রব্য অধিদপ্তর আসামিকে থানায় হস্তান্তরের পর আদালতে পাঠানো হয়। বিকেলে আদালত আসামিকে কারাগারে প্রেরণ করেছেন।’

কালীগঞ্জে পেটে রড ঢুকিয়ে যুবককে হত্যা, রক্ষা করতে এসে শ্বশুর আহত

খুলনায় পাউবোর বাঁধ ভেঙে শতাধিক বসতবাড়ি প্লাবিত

নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, গ্রেপ্তার ২

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন: দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী

আমার দেশ সম্পাদককে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক নেতা গ্রেপ্তার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মনিরামপুরের সাবেক ইউপি সদস্য নিহত

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

কেশবপুরে বিলুপ্তপ্রায় প্যাঁচা উদ্ধার

ঈদের দিন ‘মদ্যপানে’ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯

কুষ্টিয়ায় ১২ ঘণ্টায় সড়কে ঝরল মামা-ভাগনেসহ ৪ প্রাণ