সাতক্ষীরার তালায় ট্রাকের ধাক্কায় এক চা দোকানি নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মদনপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত চা দোকানি উপজেলার লাউতাড়া গ্রামের সন্তোষ প্রামানিকের ছেলে বিপ্লব প্রামাণিক (৪০)।
স্থানীয়রা জানান, নিহত বিপ্লব প্রামাণিক নিজের চায়ের দোকানের জন্য পার্শ্ববর্তী একটি টিউবওয়েলে যান পানি আনতে। পানি নিয়ে ফেরার পথে একটি কাঁচামালবাহী ট্রাক (ঢাকা মেট্রো, ড-১২২০৫০) নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খর্ণিয়া হাইওয়ে পুলিশের কর্মকর্তা (ওসি) মো. সওকাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ট্রাকের ড্রাইভার এবং ট্রাকটি আটক করে আমাদের হেফাজতে নিয়েছে।