Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে বাড়িতে ডেকে এনে ব্যবসায়ীকে মারধর, টাকা লুটের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাড়িতে ডেকে এনে ব্যবসায়ীকে মারধর, টাকা লুটের অভিযোগ

বাগেরহাটের কচুয়ায় পুকুরের ইজারা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে নিজ বাড়িতে ডেকে এনে মারধরের অভিযোগ উঠেছে। হামলাকারীরা সাড়ে চার লাখ টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কচুয়া উপজেলার রাড়িপাড়া গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় ব্যবসায়ী রাতেই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহত শরীফ তুহিন মাহমুদ রাড়িপাড়া এলাকার বাসিন্দা এবং সাইনবোর্ড ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক। হামলাকারীদের সঙ্গে উপজেলার গোয়ালমাঠ কৃষি কলেজের পুকুর ইজারা নিয়ে বিরোধ চলে আসছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। 

হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী শরীফ তুহিন মাহমুদ বলেন, ‘স্থানীয় রাসেল গাজী, আক্তারুজ্জামান অনু, সোহাগ সরদারসহ অন্তত ১২-১৩ জন আমাদের বাড়িতে যায়। আমার বাবার ফোন দিয়ে আমাকে ফোন করলে, ক্লিনিক থেকে আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে টাকার ব্যাগ ঘরে রেখে, বাইরে আসলে রাসেল গাজী আমাকে বলে, ‘‘তুই গোয়ালমাঠ কৃষি কলেজের পুকুর ইজারা নিবি না এবং পুকুরের কাছেও যাবি না বলে হুমকি দেয়।” তখন বলেছি, নিয়ম অনুযায়ী পেলে অবশ্যেই পুকুর ইজারা নেব।’ 

শরীফ তুহিন মাহমুদ আরও বলেন, ‘রাসেল গাজী পিস্তল দিয়ে আমাকে আঘাত করার একপর্যায়ে সবাই মিলে আমাকে মারধর করে। আমি অজ্ঞান হয়ে পড়লে, তারা মৃত ভেবে আমাকে ফেলে রেখে চলে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

তুহিন আরও বলেন, ‘ক্লিনিকের স্টাফদের বেতন ও বোনাস দেওয়ার জন্য সাড়ে চার লাখ টাকা ব্যাগে নিয়ে ঘরে রেখেছিলাম। জ্ঞান ফিরে আর ওই টাকাগুলো পাইনি। যারা হামলা করেছে, তাদের মধ্যে হয়তো কেউ ঘরের মধ্যে ঢুকে টাকাগুলো নিয়ে গেছে। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।’ 

শরীফ তুহিন মাহমুদ জানান তিনি সুস্থ হলে এ বিষয়ে থানায় অভিযোগ দেবেন। 

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, ‘আহত রোগীর মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাক, মুখ থেকে রক্তক্ষরণ হয়েছে। দাঁত নড়ে গেছে, তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

এ বিষয়ে কথা বলার জন্য রাসেল গাজীকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বলেন, ‘আহত ব্যবসায়ীর পক্ষ থেকে মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে। তাঁকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ