হোম > সারা দেশ > বাগেরহাট

শ্লীলতাহানির অভিযোগে ইউপি সদস্যপুত্র গ্রেপ্তার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

মাতাল অবস্থায় এক নারীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় বাগেরহাটের মোংলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় উপজেলার কাইনমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তি চাঁদপাই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুলতান হাওলাদারের ছেলে হাসান ওরফে জাকির হাওলাদার। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন কানাইনগর এলাকার এক নারী। মদ খেয়ে ওই নারীকে মারধর ও শ্লীলতাহানি করা হচ্ছে এমন খবরেই ঘটনাস্থলে গিয়ে জাকিরকে পুলিশ গ্রেপ্তার করে। 

ভুক্তভোগী নারীর চাচা জানান, ইউপি সদস্য সুলতানের ছেলে জাকির মদ খেয়ে প্রায় তাঁদের ঘরে আসেন। ঘটনার দিন মঙ্গলবার একইভাবে ঘরে এসে তাঁর ভাইজিকে মারধর এবং ধর্ষণের চেষ্টা চালান। পরে তিনি পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে জাকিরকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যায়। 

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগী ধর্ষণের অভিযোগ না দেওয়ায় আসামি জাকিরকে ৩৪ ধারায় বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। 

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার