ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামে মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
এ সময় অন্তত ৩০টি বাড়ি ভাঙচুর করা হয় এবং দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সাতগাছী গ্রামের মসজিদের মুয়াজ্জিন ইমাম হাকিম মোল্লা গান-বাজনা হারাম বলে ফতোয়া দেন। যা নিয়ে গ্রামে দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী ও শৈলকুপা থানা বিএনপির সহসভাপতি খলিলুর রহমানের সমর্থকদের মধ্যে। গতকাল রাতে এই দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া হয়।
আজ শনিবার ফের সকাল থেকে দুপুর পর্যন্ত এই দুই গ্রুপের মধ্যে সাতগাছী গ্রামে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ টি বাড়ি ভাঙচুর করা হয়। তখন দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। এই সংঘর্ষে ৭ জন আহত হয়।
রাত ৮টা পর্যন্ত গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে ও মাঠে ধারালো অস্ত্র, ঢাল সড়কি, ব্যাগ ভর্তি ইট নিয়ে দুই পক্ষের লোকজনদের অবস্থান করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী ও শৈলকুপা থানা বিএনপির সহসভাপতি খলিলুর রহমানের মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।