হোম > সারা দেশ > খুলনা

মুয়াজ্জিনের ফতোয়া দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ঝিনাইদহ প্রতিনিধি 

সংঘর্ষে সাতগাছী গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামে মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।

এ সময় অন্তত ৩০টি বাড়ি ভাঙচুর করা হয় এবং দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সাতগাছী গ্রামের মসজিদের মুয়াজ্জিন ইমাম হাকিম মোল্লা গান-বাজনা হারাম বলে ফতোয়া দেন। যা নিয়ে গ্রামে দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী ও শৈলকুপা থানা বিএনপির সহসভাপতি খলিলুর রহমানের সমর্থকদের মধ্যে। গতকাল রাতে এই দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া হয়।

আজ শনিবার ফের সকাল থেকে দুপুর পর্যন্ত এই দুই গ্রুপের মধ্যে সাতগাছী গ্রামে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ টি বাড়ি ভাঙচুর করা হয়। তখন দুটি বাড়িতে আগুন দেওয়া হয়। এই সংঘর্ষে ৭ জন আহত হয়।

রাত ৮টা পর্যন্ত গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে ও মাঠে ধারালো অস্ত্র, ঢাল সড়কি, ব্যাগ ভর্তি ইট নিয়ে দুই পক্ষের লোকজনদের অবস্থান করতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী ও শৈলকুপা থানা বিএনপির সহসভাপতি খলিলুর রহমানের মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

সংঘর্ষ চলাকালে বাড়ি ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

সেকশন