হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ঘুমন্ত কৃষককে কুপিয়ে হত্যা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৪৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার নওদা খাদিমপুর এলাকার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। তবে কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

নিহতের বড় ভাই ইসমাইল হোসেন বলেন, ‘আমার ভাই রাতে ঘরে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এক মুখোশধারী। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কী কারণে কে তাঁকে হত্যা করেছে তা বলতে পারছি না। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’

জানা গেছে, রবিউলকে কুপিয়ে জখম করার পর তাঁর স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোর সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, গত রাতে রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের