হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় নির্বাচন–পরবর্তী সহিংসতায় ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচন–পরবর্তী সহিংসতায় ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নির্বাচনে বিজয়ী প্রার্থী আরিফ রেজা মন্নুর সমর্থক মো. আব্দুল্লাহ ও পরাজিত প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থক শামছুদ্দিন মোল্লার লোকজনের মধ্যে নির্বচান নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শামছুদ্দিন মোল্লার বাড়িসহ ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মে শৈলকুপা উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আরিফ রেজা মন্নু বিজয়ী হয় এবং পরাজিত হন দোয়াত–কলম প্রতীকের প্রার্থী শামীম হোসেন মোল্লা। 

নির্বাচনী প্রচারে কাজ করা নিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থক গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ ও পরাজিত প্রার্থীর সমর্থক শামছুদ্দিন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ জেরে আব্দুল্লাহর পক্ষের লোকজন শামছুদ্দিন মোল্লার বাড়িসহ তাঁর পক্ষের গোবিন্দপুর গ্রামের কমপক্ষে ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুর করে। 

এ বিষয়ে শামীম হোসেন মোল্লার সমর্থক শামছুদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দোয়াত–কলম প্রতীকে ভোট করেছি। ভোটে আমরা পরাজিত হওয়ায় বিনা উসকানিতে হঠাৎ করে রাত ১০টার দিকে আমার বাড়িসহ আমার নিরীহ লোকদের ১৪টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ 

এদিকে বিজয়ী প্রার্থীর সমর্থক গোবিন্দপুর গ্রামের মো. আব্দুল্লাহ বলেন, ‘আমার ও আমার সমর্থকদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক না।’ 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, শৈলকুপার গোবিন্দপুর গ্রামে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মাঝে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। এলাকার পরিস্থিতি বর্তমান শান্ত আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার