কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে বন্যার পানিতে গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় করে লাশ নেওয়া হয়েছে কবরস্থানে। সেখানে পারিবারিক কবরস্থানেও পানি থাকায় পাশের উঁচু জায়গায় লাশ দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্যকূল গ্রামের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, কেশবপুর সদরের মধ্যকূল গ্রামের উত্তরপাড়ার সিরাজুল ইসলাম (৫২) গতকাল বুধবার রাতে মারা যান। গ্রামটি বন্যার পানিতে প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ে রয়েছে। যে কারণে বাড়ি থেকে লাশ নৌকায় করে দূরের কবরস্থানে নেওয়া হয়। কবরস্থানও পানিতে তলিয়ে থাকায় পাশের উঁচু স্থানে তাঁকে দাফন করা হয়।
সিরাজুল ইসলামের স্ত্রী ফতেমা খাতুন বলেন, গতকাল এশার নামাজের পর তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়লে কালেমা পড়তে পড়তে মারা যান।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বন্যার পানিতে মধ্যকূল গ্রাম তলিয়ে রয়েছে। এ কারণে ওই ব্যক্তির লাশ নৌকায় করে পারিবারিক কবরস্থানের পাশের উঁচু জায়গায় দাফন করতে হয়েছে।