কুষ্টিয়া প্রতিনিধি
হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুষ্টিয়ার হাইওয়েতে চলাচল করছে নিষিদ্ধ যানবাহন। হাইকোর্টের এই নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় কুষ্টিয়ায় সর্বাত্মক পরিবহন চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।
গতকাল মঙ্গলবার দুপুরে পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা বাস মিনিবাস ও কোচ এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সমন্বয়ে কুষ্টিয়ায় সকল বৈধ যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, জেলার সর্বত্র সড়কের বেহাল দশা ও অবৈধ যানবাহন চলাচলে বৈধ যানবাহন মালিক এবং শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে গত ১৫ ডিসেম্বর মালিক ও শ্রমিক গ্রুপের সমন্বয় সভায় ১০ দিনের আলটিমেটাম দেওয়া হয়। উক্ত সভায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ যানবাহন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ না করলে ১ জানুয়ারি থেকে কুষ্টিয়াতে সকল ধরনের যানবাহন মালিক ও শ্রমিক বন্ধ রাখার আল্টিমেটাম দেওয়া হয়। এরই মধ্যে সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে উক্ত সিদ্ধান্তের বিষয় অবগত করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়।