চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে ইঁদুর মারার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়ে আতিয়ার নকিব (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপজেলার শ্রীরামপুর বিলে (বারাশিয়া-গজালিয়া খাল) জমি লিজ নিয়ে বাগেরহাটের বড় সিংগা গ্রামের আতিয়ার নকিব মাছ ও ধান চাষ করে আসছিলেন। সেখানে ঘেরের পাড়ে তিনি সপরিবারে বসবাস করতেন। চলতি মৌসুমে ঘেরের মধ্যে তিনি বোরো ধানের আবাদ করেন। খেতে আক্রমণ করা ইঁদুর মারতে বিদ্যুতের ফাঁদ পাতেন তিনি। গতকাল শনিবার ওই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য আতিয়ার নকিবের লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।