মেহেরপুরে গাংনীতে একটি চিরকুট ও বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বামন্দী বাজারের নাসিম ফল ভাণ্ডারের সামনে থেকে এটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বোমা সদৃশ বস্তুটির গায়ে ‘সাবধান কিশোর গ্যাং’ লেখা রয়েছে। এ ছাড়াও চাঁদার দাবি সংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতে মুখ বাধা এক ব্যক্তি বোমাসদৃশ বস্তুটি রেখে চলে যান।
বামন্দী বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু জানান, আতঙ্ক ছড়ানোর জন্য এটি রাখা হতে পারে। তবে পুলিশি তৎপরতা বাড়ানো দাবি জানান তিনি।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইসরাফিল হোসেন জানান, সকালে ফল ব্যবসায়ী নাসিম বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সেটি উদ্ধার করে পানিতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।