হোম > সারা দেশ > খুলনা

হামলা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ভাই মৃদুল কারাগারে

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৮: ০১
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১২: ৩৮
মেহেরপুরে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ভাই মৃদুল কারাগারে। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরে ছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য়-এর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এর আগে সরফরাজ হোসেন তাঁর ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীর দায়ের করা চেক ডিজঅনার মামলায় আদালতে হাজিরা দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতা-কর্মী দেশি ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালান।

এ ঘটনায় গত ২৮ আগস্ট শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।

বাগেরহাটে হরিণের মাংসসহ আটক ৬

১৭৫ হেক্টরে আবাদ অনিশ্চিত

দ্রুতগতির ২ মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১

ওবায়দুল কাদের–শেখ হেলাল পালিয়েছেন যশোর যুবদল নেতার সহযোগিতায়, দাবি সাবেক নেতার