হোম > সারা দেশ > খুলনা

যশোরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে থানা-পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আফরোজা বেগম (৪০)। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, আটক নারী অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রকিবুল ইসলাম বলেন, ‘ওই নারী খুবই দুর্বল ছিলেন এবং প্রেশার খুবই বেশি ছিল, যে কারণে আমি খুলনা রেফার করতে চাই, তবে পুলিশের অনুরোধে যশোর রেফার করা হয়।’

আফরোজা বেগমের ছেলে মুন্না মোল্লা বলেন, ‘আমার মায়ের মৃত্যু হয়েছে রাজারহাট পৌঁছানোর পর। আমি পুলিশকে এত অনুরোধ করলাম যে আমার মায়ের পোস্টমর্টেম করবেন না। তাঁরা তাঁদের দোষ ঢাকার জন্য পোস্টমর্টেম করেই ছাড়লেন।’ 
 
অভয়নগর থানা–পুলিশ জানায়, গতকাল শনিবার দিবাগত রাত দেড়টায় এসআই সাইফুল ইসলাম, এসআই শামছুল হক, এএসআই সিলন ও পুলিশ সদস্য রাবেয়ার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মডেল কলেজের পেছনে আব্দুল জলিল মোল্লার ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল জলিল মোল্লার স্ত্রী আফরোজা বেগমকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক আফরোজা বেগম থানা হেফাজতে থাকা অবস্থায় আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। যশোর জেনারেল হাসপাতালে পৌঁছানোর আগেই রাজারহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

সেকশন