গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গার আব্দুল হান্নান (২২), নওগাঁর রুমান আলী (২৩) ও শেরপুরের আলমগীর হোসেন (২২)। আর তিন মাদ্রাসাছাত্রীর একজন অষ্টম ও দুজন নবম শ্রেণির।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, গত রোববার (২৮ মে) গাংনীর দেবীপুর গ্রামের বাড়ি থেকে বামন্দী দাখিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বের হয় তিন ছাত্রী। মাদ্রাসায় না গিয়ে তারা নিখোঁজ হয়। পরে তিন ছাত্রীর পরিবার গত সোমবার গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তিন ছাত্রীকে উদ্ধার এবং তাদের অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।
বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইসরাফিল বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তিন মাদ্রাসাছাত্রী উদ্ধার ও তিনজনকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।