হোম > সারা দেশ > খুলনা

দামুড়হুদায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘গতকাল রাতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা নাশকতা করতে পারেন এমন সংবাদ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের সদস্য চন্ডিপুর গ্রামের হাফিজুর রহমান (৪৫), কুড়ুলগাছি বাজার পাড়ার আশরাফুল হক জাকির (৪৩), চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান (২৮) এবং তিতুদহ ইউনিয়ন বিএনপির সদস্য মো. রবিউল ইসলাম (৫০), শহিদুল ইসলাম (৬০) ও মো. ইব্রাহিম হোসেন (৩৩)। 

দামুড়হুদা মডেল থানা-পুলিশ জানায়, পুলিশ অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শামসুল হককে (৫৫) গ্রেপ্তার করেছে। 

পুলিশ জানায়, আজ দুপুরে নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাতজনকে আদালতে পাঠানো হয়। এ সময় বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন