ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে লেবুতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। আজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আশিক হোসেন (২৬)। তিনি লেবুতলা গ্রামের রওশন হোসেনের ছেলে। তবে তিনি বর্তমানে কোথায় চিকিৎসাধীন তা জানা যায়নি।
স্থানীয় যাদবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দিন বলেন, ‘সকালে খবর আসে সীমান্তের লেবুতলা এলাকায় গোলাগুলি হয়েছে। তখন আমি নানাভাবে খোঁজখবর নিয়ে নিশ্চিত হই যে আশিক নামের ছেলেটি সীমান্ত এলাকায় ইছামতী নদী পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে।
‘সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে গুলি করে। এতে আশিকের হাতে গুলি লাগে। তবে সে হয়তো মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। হয়তো এ জাতীয় কোনো কারণে ভারতে যাওয়ার সময় তাকে গুলি করেছে।’
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, ‘সকালে গ্রামবাসী জানান, ভারতের অভ্যন্তরে আশিক নামে এক ব্যক্তির বাম পায়ে গুলি লেগেছে। এরপর আমরা তদন্ত করতে গিয়েছিলাম। কিন্তু তার পরিবারের কাউকে আমরা খুঁজে পায়নি।’