চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোর রেলস্টেশনের প্রবেশমুখে তেলবাহী রেলের একটি বগি (ডিটিও) লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন যশোর রেলস্টেশনের স্টেশনমাস্টার আয়নাল হাসান।
যশোর রেলস্টেশন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে পার্বতীপুর থেকে একটি তেলবাহী ট্রেন খুলনায় যাওয়ার পথে যশোর রেলস্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়ে যায়। এতে রেলের প্রধান লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
যশোর রেলস্টেশনের স্টেশনমাস্টার আয়নাল হাসান বলেন, ‘রাত ১০টা পর্যন্ত সময় লাগবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে। আমরা চেষ্টা করছি, অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে। আর লাইনচ্যুত ও তেলের বগি ওঠাতে অনেক সময় লাগবে।’