হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে অশ্লীল নৃত্য। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুষ্টিয়ায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নৃত্য পরিবেশন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য সংগঠনটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে জিনস প্যান্ট ও টপস পরা দুই তরুণী আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন করছে। তাদের হিন্দি গানেও নাচতে দেখা যায়। উঠতি বয়সী যুবকেরা মঞ্চে উঠে এক তরুণীর সঙ্গে নাচানাচি করেন। ভিডিওটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, বিজয় দিবসের অনুষ্ঠানে এমন আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন খুবই দুঃখজনক। আর স্থানীয় বিদ্যালয় মাঠে এ ধরনের আপত্তিকর নৃত্য শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অনুষ্ঠানের আয়োজক হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান সাগর আজকের পত্রিকা’কে বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী আমাদের অনুষ্ঠান ছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে আলোচনা সভা শেষে আমিসহ সংগঠনের কয়েকজন বাইরে গিয়েছিলাম। এর মধ্যে কে বা কারা দুই তরুণীকে নাচের জন্য মঞ্চে তুলে দেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবু সংগঠনের সভাপতি হিসেবে এর দায় মাথায় নিয়ে ক্ষমা প্রার্থনা করছি।’

কুষ্টিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে অশ্লীল নৃত্য। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

সেকশন