মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৯: ১৬

প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গোৎসের বিজয়া দশমীর পরদিন মধুমতি নদীতে আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতার। আজ সোমবার মাগুরার মহম্মদপুর ঝামা বাজার মধুমতি নদীতে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

এদিন দুপুর থেকে ঝামা এলাকায় নদীর দুই পাড়ে চরঝামা, দেউলি, দিগমাঝি, আড়মাঝি ও হরেকৃষ্ণপুর এলাকার হাজার হাজার দর্শকের ঢল নামে। দুই তীরে আনন্দঘন ও উৎসবমুখর মেলা বসে। মেলায় দোকান-পাট ও বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। নৌকা বাইচ উপলক্ষে পথে পথে শোভা পেয়েছে বাহারি তোরণ। 

মেলায় পার্শ্ববর্তী ফরিদপুর, নড়াইল, রাজবাড়ি, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে প্রচুর দর্শক আসেন। অনেকে আবার ঢাকা-চট্টগ্রাম থেকে এসেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে মেলা কমিটির সভাপতি রেজাউল করিম চুন্নু বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে নৌকা বাইচ শুরু হয়। চড়ন্দারের ঘণ্টার টং টং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচারা বইঠা টানেন হেলে দুলে। আটটি সুসজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।’

বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি মোরশেদ, সেক্রেটারি আব্দুল্লাহ

কনকনে শীতে বিপাকে গাংনীর খেটে খাওয়া মানুষেরা

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেসবুকে পোস্ট দেওয়ার পর গ্রেপ্তার সাবেক নেতা

নিপোর্ট মনিরামপুর: নানা খাতে টাকা লোপাট নামমাত্র মাঠ প্রশিক্ষণ