ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় সড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কীর্তিপুর মোড়ে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল হোসেন (৫৭) ঝিকরগাছা উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের আত্মীয় আব্দুল আলীম জানান, বাজার করে বাড়ি ফেরার পথে যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড়ে সড়ক পার হতে গেলে যশোরগামী একটি কাভার্ডভ্যান বাইসাইকেলসহ নুরুল হোসেনকে চাপা দেয়। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, হাসপাতালে আনার আগেই নুরুল হোসেনের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।