যশোর রেলওয়ে জংশনে মোংলাগামী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে দেড় ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনটি যশোর জংশনে প্রবেশের সময় শেষ বগিটি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করে।
বেনাপোল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিনা হাসান বলেন, লাইনচ্যুত বগিটি বিচ্ছিন্ন করে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশে যাত্রা করে। পরে লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
এদিকে রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।