Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ভারতীয় ট্রাকচালকদের মারধর, ৫ ঘণ্টা বন্ধ ভোমরা বন্দরের কার্যক্রম

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতীয় ট্রাকচালকদের মারধর, ৫ ঘণ্টা বন্ধ ভোমরা বন্দরের কার্যক্রম

ভারতীয় ট্রাক চালকদের মারধরের ঘটনার জেরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল সব ধরনের কার্যক্রম। অবশেষে আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে দু’পক্ষের বৈঠকের পর আমদানি-রপ্তানি শুরু হয়। 

ভোমরা স্থলবন্দরের একটি সূত্র জানায়, পাথর বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের পরে ভাঙাচোরা রাস্তার কারণে ঝাঁকুনিতে ট্রাক থেকে পাথর পড়ে যাচ্ছিল। সেগুলো কুড়িয়ে নেয় স্থানীয় একদল লোক। গতকাল সোমবার রাতে একটি চক্র ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের পরে ভালো রাস্তা থেকে সরিয়ে ভাঙাচোরা অংশ দিয়ে চালাতে বাধ্য করে। ভারতীয় ট্রাকের চালক বাবলু সরদার (৪৩) এতে রাজি না হলে ট্রাক থামিয়ে তাঁকেসহ রাজু সরদার, প্রবীর সরদার, জহিরুল ও সত্য মণ্ডলসহ আট ভারতীয় নাগরিককে বেদম মারপিট করে স্থানীয় সাদ্দাম হোসেনের নেতৃত্বে কথিত শ্রমিকেরা। ভাঙচুর করা হয় কয়েকটি ট্রাক। এর প্রতিবাদে ভারতীয় চালকেরা ট্রাক চালনা বন্ধ করে দেন। 

তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভোমরা গ্রামের জাহাঙ্গীর হোসেন বলেন, পণ্য খালাসের সময় তুচ্ছ ঘটনায় তাঁকে বেদম মারপিট করেছে ভারতীয় ট্রাক ড্রাইভারেরা।

এ বিষয়ে জানতে চাইলে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ‘সোমবার রাতে সৃষ্ট ঘটনায় ভারতীয় ট্রাক ড্রাইভার ও খালাসিরা ধর্মঘট শুরু করে। বিষয়টি নিয়ে দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। ওপারের ঘোজাডাঙ্গা ব্যবসায়ী নেতা সন্দীপ ঘোষসহ কাস্টমস কর্মকর্তারা এসেছিলেন। আলোচনা শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসে মিটমাট হয়ে গেছে। দুপুর ২টা থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।’

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট