Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের ১১ নেতা কর্মী কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের ১১ নেতা কর্মী কারাগারে

সাতক্ষীরায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ ১১ বিএনপি-জামায়াত নেতা কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার এসব নেতা কর্মী সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক হুমায়ুন কবির তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, তাঁরা উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আদালতে পুলিশ পরিদর্শক মাহামুদ হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

কারাগারে পাঠানো বিএনপির নেতা কর্মীরা হলেন-আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম মন্টু, যুগ্ম আহ্বায়ক তুহিন উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু জাহিদ সোহাগ, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন ও বিএনপি নেতা হাবিবুল্লাহ। বাকিরা উপজেলা জামায়াতের নেতা কর্মী। 

আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার ১০ ডিসেম্বরের গণসমাবেশের আগে নাশকতার অভিযোগে আশাশুনিতে বিএনপি-জামায়াতের ১১ ব্যক্তির নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম। মামলায় অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়। উচ্চ আদালতের জামিনে থাকা এসব নেতা আজ সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক হুমায়ুন কবীর তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট