হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

মদ খেয়ে মন্দিরে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে অসদাচরণ, ১ ব্যক্তির কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগরে শিব মন্দিরে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এ সময় দুজনকে ছেড়ে দেওয়া হয়। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিক উপজেলার পাথিলা শিব মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল। 

মনির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আর হাফিজুর রহমান (৪৬) ও মন্জুর (৪৮) নামের দুজনকে ছেড়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মনির হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, হাফিজুর রহমান, মনির হোসেন ও মন্জুর মদ্যপান অবস্থায় একটি ইজিবাইকে পাথিলা নারকেল বাগানের কাছে শিব মন্দিরের সামনের রাস্তায় মাতলামি করছিলেন। তখন মন্দিরে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্য তাঁদের নিষেধ করলে তাঁরা অসদাচরণ করেন। পরে বিষয়টি তাঁরা থানা ও দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের জানালে তাৎক্ষণিকভাবে থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ইউএনও নারায়ন চন্দ্র পালসহ ঘটনাস্থলে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনের মধ্য মনির হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। আর হাফিজুর ও মঞ্জুরকে ছেড়ে দেওয়া হয়। 

ইউএনও নারায়ন চন্দ্র পাল বলেন, মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর অপর দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই