হোম > সারা দেশ > কুষ্টিয়া

খোকসায় নছিমন-করিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২  

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন খোকসা উপজেলার সমসপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে সাব্বির (২০) ও একই এলাকার আজম আলীর ছেলে আসলাম (২৩)। তাঁরা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আসিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ৮টার দিকে খোকসার কাদিরপুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে খোকসা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

ওসি আরও বলেন, নিহত ব্যক্তিরা মোটরসাইকেল আরোহী ছিলেন। ওই ঘটনায় বাকি আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার