জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে আগামীকাল শুক্রবার পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুই দিন ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
সাধারণ সম্পাদক আরও বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার করোনা প্রতিরোধের শর্ত সাপেক্ষে স্বাভাবিক রয়েছে।