Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খাদ্যের খোঁজে লোকালয়ে হনুমানের দল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

খাদ্যের খোঁজে লোকালয়ে হনুমানের দল

কখনো বাসাবাড়ির ছাদে, গাছের ডগায়, কখনো শিক্ষাপ্রতিষ্ঠানে, আবার কখনো হাট-বাজারে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান। প্রায় ২৫ দিন ধরে যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় ২০ থেকে ২৫টি হনুমানকে দল বেঁধে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে বাচ্চাসহ বিলুপ্তপ্রায় হনুমানের দলকে উপজেলার টেংরামারী বাজার এলাকায় দেখা গেছে। হনুমানের দল দেখে আনন্দে তাদের পেছনে ছুটতে দেখা গেছে শিশু-কিশোরদের। এই আনন্দ থেকে বাদ পড়ছেন না বৃদ্ধরাও। কেউ আবার হনুমান দেখে সামনে এগিয়ে যাচ্ছে রুটি, কলা ও বিস্কুট নিয়ে। 

উপজেলার জলকর রোহিতা এলাকার স্কুলছাত্র অনিরুদ্ধ দাস জানায়, কয়েক দিন ধরে হনুমানের দল তাদের বাড়ির পাশে বাগানে গাছে গাছে ঝুলেছে। পাড়ার সবাই দল বেঁধে ওদের দেখতে এসেছে। মুখপোড়া হনুমান দলের পুরোনো আবাসস্থল যশোরের কেশবপুরে। সরকারিভাবে সেখানে তাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে। রীতিমতো খাবার না পেয়ে প্রায়ই দল বেঁধে আশপাশের উপজেলায় লোকালয়ে ঢুকে পড়তে দেখা যায় হনুমানের দলকে। 

টেংরামারী বাজারের ব্যবসায়ী নূর হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমাদের বাজারে ১০-১২টা হনুমান ঘুরে বেড়াচ্ছে। কেশবপুর এলাকায় বৃষ্টির পানি উঠে গেছে। সেখানে টিকতে না পেরে খাবারের অভাবে হনুমানের দল গ্রামে ঢুকে পড়েছে। এদিকে হনুমান দেখে অনেকে আনন্দ পেলেও এই দলের অত্যাচারে অতিষ্ঠ সবাই। হনুমান গাছের ফল, মাঠের ফসল নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ অনেকের। টেংরামারী বাজারে শজনে গাছে উঠে পাতা খাচ্ছে কয়েকটি হনুমান। ছবি: আজকের পত্রিকামামুদকাটি গ্রামের ইউসুফ আলী বলেন, ‘কয়েক দিন আগে হনুমানের দল আমার বাড়ির আশপাশে অবস্থান নেয়। বাড়ির গাছে কয়েকটা ডালিম, পেয়ারাসহ অন্যান্য ফল ছিল। ওরা গাছে উঠে ডালপালা ভেঙে সব ফল নষ্ট করে দেছে। অনেকের গাছের আমড়া, লেবু খেয়ে সাবাড় করে দেচ্ছে।’ 

মুখপোড়া হনুমান দেখভালের দায়িত্বে থাকা কেশবপুর উপজেলা বন কর্মকর্তা হাবিবুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কেশবপুরে ছোট-বড় প্রায় ৩৫০টি হনুমান আছে। সরকারিভাবে মাসিক তাদের খাবারের জন্য ২২ হাজার টাকা বরাদ্দ। নিয়মিত তাদের বরাদ্দের খাবার কলা, পাউরুটি ও সবজি দেওয়া হচ্ছে। 

হাবিবুজ্জামান আরও বলেন, বন্যপ্রাণী হনুমান আটকে রাখা যায় না। চারদিকে পানি উঠে যাওয়ায় এখন ওরা শুকনো এলাকায় আশ্রয় নিয়েছে।

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

খুলনায় মাদক মামলায় একজনের কারাদণ্ড

ক্যাম্পাসে ফিরলেন কুয়েট উপাচার্য, বাসভবনে আবারও তালা দেওয়ার চেষ্টা

জিয়ারত করতে গিয়ে দেখা যায় কবরে লাশ নেই, পাশের কবরও খোঁড়া

ইবির শিক্ষার্থীবাহী বাস উল্টে ধানখেতে, আহত ২৫

ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নানা সংকটে জর্জরিত মুরগি উন্নয়ন খামার

ফুটবলার থেকে চরমপন্থী নেতা