হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে নির্বাচনী দায়িত্ব পালনে বাধা দেওয়ায় তরুণকে কারাদণ্ড 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে এক আনসার সদস্যকে দায়িত্ব পালনে বাধা ও মারধর করার অপরাধে শাকিল শেখ (২১) নামের এক তরুণকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে মোংলা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মহাসিনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

কারাদণ্ডাদেশ প্রাপ্ত শাকিল শেখ মোংলা উপজেলার শেহালাবুনিয়া এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে। তিনি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেনের কর্মী বলে পরিচিত। 

বাগেরহাট জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদ বলেন, ‘মহাসিনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে নারী ও পুরুষের সারিবদ্ধ লাইন ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন শাকিল শেখ। এ সময় আনসার সদস্য মোতালেব হোসেন তাঁকে বাধা দেন। বাধা না মেনে শাকিল আনসার সদস্যকে ধাক্কা দিয়ে মারধর শুরু করেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে আটক করেন।’ 

উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুযায়ী শাকিল শেখ অপরাধের দায় স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে টাকা দিতে ব্যর্থ হলে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান বিচারক আতিকুস সামাদ। 

পরে ওই আসামিকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর জন্য মোংলা থানায় সোপর্দ করা হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

সেকশন