শ্যামনগরে গাঁজাসহ বউ-শাশুড়ি আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৩: ৪০
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে সুফিয়া খাতুন (৪৫) ও তাঁর ছেলের বউ রোজিনা পারভীনকে (২৮) আটক করেছে শ্যামনগর থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার গৌরীপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তাঁরা দুজন যথাক্রমে পার্শ্ববর্তী নাটুয়ারবেড় এলাকার কেরামত আলীর মেয়ে ও তাঁর ছেলে নাঈম হোসেনের স্ত্রী।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে নাটুয়ারবেড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘর তল্লাশি করে ৪২৫ গ্রাম গাঁজাসহ শাশুড়ি ও বউকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

এ সময় মাদক বিক্রেতাদের বিষয়ে সঠিক তথ্য দিলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করার ঘোষণা দেন পুলিশের এই কর্মকর্তা।

নিপোর্ট মনিরামপুর: নানা খাতে টাকা লোপাট নামমাত্র মাঠ প্রশিক্ষণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবি কমিটি বিলুপ্ত, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত

শুধু সংরক্ষণব্যবস্থা না থাকায় পেঁয়াজ আমদানি করতে হয়: কৃষি বিপণনের ডিজি

এবার পৌষ্য কোটা বাতিলের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ