হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় কৃষক রেজাউল হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর বনগ্রামের কৃষক রেজাউলকে কুপিয়ে হত্যার অপরাধে ৫ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ঘটনার ১৬ বছর পর আজ সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের-১ বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলার অপর ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডিতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রামের উজ্জ্বল শেখ (৫১), সেজ্জাত প্রকাশ সুজাত শেখ (৪১), সুজন শেখ (৩৯), আব্দুল গফুর শেখ (৬১) এবং জালাল উদ্দিন শেখ (৫৪)। এর মধ্যে উজ্জ্বল শেখ, সেজ্জাত প্রকাশ সুজাত শেখ, সুজন শেখ পলাতক রয়েছেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত ৫ আসামির মধ্যে আব্দুল গফুর ও জালাল উদ্দিনসহ মামলা থেকে খালাস পাওয়া ৭ জন উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাঝগ্রামের কৃষক আফিল উদ্দিন ও তাঁর ছোট ভাই জামাল উদ্দিন স্থানীয় ফসলি মাঠে একটি সেচযন্ত্র পরিচালনা করত। জমিতে সেচ দেওয়াসহ জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে এই মামলার আসামিদের বিরোধ ছিল। ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে সেচযন্ত্র চালু করার জন্য মাঠে যাওয়ার পথে আসামিরা জামাল উদ্দিন ও তাঁর ভাগনে রেজাউলকে কুপিয়ে আহত করে।

পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের কাছে নেওয়া হলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর দিন আফিল উদ্দিন বাদী হয়ে কুমারখালী থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ৭ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে দীর্ঘ শুনানি শেষে ৫ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আদালত রায় ঘোষণা করেন। 

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার