Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহের গোবিন্দভোগ যাচ্ছে ইংল্যান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের গোবিন্দভোগ যাচ্ছে ইংল্যান্ডে

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে এই প্রথম সুস্বাদু গোবিন্দভোগ জাতের আম ইউরোপের দেশ ইংল্যান্ডে যাচ্ছে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দুই কৃষকের কাছ থেকে এক হাজার কেজি আম পাঠানো হয়। চলতি মৌসুমে এই গ্রাম থেকে প্রায় ১০ টন আম পাঠানো হবে।

উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কাষ্টভাঙ্গা গ্রামের হাবিবুর রহমান ও তবিবুর রহমানের বাগানের আম পাঠানো হচ্ছে।

আম রপ্তানির প্রথম প্যাকেজিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী।

কাষ্টভাঙ্গা গ্রামের আমচাষি হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফল চাষ করছি। এর মধ্যে আম ও লিচু উল্লেখযোগ্য। প্রায় ৯ বিঘা জমিতে গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও তিলে বোম্বাই জাতের আম রয়েছে।

হাবিবুর রহমান বলেন, ‘এ বছর ঢাকার আন্তর্জাতিক আম রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়। পরে উপজেলা কৃষি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শে এ ফল চাষ করি।’

‘প্রথম পর্যায়ে গোবিন্দভোগ জাতের আম ইংল্যান্ডে পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে ল্যংড়া, হিমসাগর, রুপালি আম রপ্তানি করব। এলাকায় স্থানীয় ব্যবসায়ীরা কাঁচা আম কিনছেন ২৫ থেকে ৩০ টাকা দরে। কিন্তু বিদেশে রপ্তানিযোগ্য আম বাগান থেকে বিক্রি করছি ৫০ টাকা কেজি দরে।’ বলেন হাবিবুর রহমান।

আম রপ্তানি প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাদায়েইন খান ফাহাদি জানান, তাঁরা প্রথম চালানে কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা থেকে গোবিন্দভোগ জাতের আম নিয়েছেন, যা ইংল্যান্ডে পাঠানো হবে। দেশে এবার প্রচুর আম হয়েছে। তাঁরা এই আমগুলো নিয়ে ঢাকার শ্যামপুরে বাংলাদেশ কেন্দ্রীয় প্যাকেজিং হাউজে নিয়ে পরীক্ষার পর রপ্তানি করবেন। বিদেশে আম রপ্তানি করায় কৃষক লাভবান হবেন বলেও জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, এবারই প্রথম ঝিনাইদহের এই উপজেলা থেকে আম বিদেশে রপ্তানির সুযোগ হলো। এটি কৃষকদের জন্য বিরাট সুখবর। এ উপজেলায় প্রচুর পরিমাণে আম উৎপাদিত হয়। স্থানীয় মানুষের চাহিদার পূরণ করার পরও অনেক আম থাকে। 

কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি আরও বলেন, আমসহ কৃষিপণ্য বিদেশে রপ্তানির জন্য অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। এর মধ্যে প্রধান উত্তম কৃষি চর্চার নিয়ম অনুসরণ করতে হয়। উপজেলা কৃষি কার্যালয়ের পক্ষ থেকে কৃষক হাবিবুর রহমান এবং তবিবুর রহমানকে সার্বিক কারিগরি সহযোগিতা করা হয়েছে। 

ভবিষ্যতে এই উপজেলা থেকে অন্য ফসলও হয়তো কৃষকেরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারবেন বলে আশা এ কৃষি কর্মকর্তার।

 
আম রপ্তানি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, ‘ভবিষ্যতে আমার নির্বাচনী এলাকা থেকে উৎপাদিত ফল ড্রাগন, লিচু ও সবজি রপ্তানির সুযোগ তৈরি হবে বলে মনে করি। ফলে একদিকে কৃষকেরা যেমন লাভবান হবে, অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রা আসবে।’

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর