তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ‘আর্সেনিক রোগীদের সচেতনতা সৃষ্টি ও চিকিৎসা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের সভা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে সাতক্ষীরা নবজীবনের উদ্যোগে আজ শনিবার সকালে কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা হয়।
নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প পরিচালক জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হোসেনুর রহমান, সাতক্ষীরা উপপরিচালক সন্তোষ কুমার নাথ, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার, উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মফিজুল রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড মনিটরিং অফিসার মো. দেলোয়ার হোসেন মিজানুর রহমান, ফিল্ড সুপারভাইজার এনামুল ইসলাম প্রমুখ। কর্মশালায় ৪০ জনকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
এ সময় বক্তারা প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পান করার পরামর্শ দেন।