চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের ধাওয়া খেয়ে মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার পরদিন নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার আঠারখাদা মাথাভাঙ্গা ঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।
এর আগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে পুলিশের ধাওয়া খেয়ে মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন ভাংবাড়িয়া নতুন পাড়ার মৃত ওদুছদ্দীনের ছেলে টোকন।
জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া কারিগর পাড়ায় জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন দৌড় দেয়। দুজনকে আটক করে পুলিশ। এদিকে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেন ভাংবাড়িয়া নতুন পাড়ার মৃত ওদুছদ্দীনের ছেলে টোকন ও কারিগর পাড়ার মৃত সুন্নত আলীর ছেলে নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন নদী পার হয়ে ওপারে গিয়ে উঠলেও দিনভর টোকনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এক দিন পর আজ বৃহস্পতিবার নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল আলিম জানান, ভাংবাড়িয়ায় জুয়া খেলা হচ্ছে, এমন সংবাদ পেয়ে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। অপর দুজন মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন। একজন নদী থেকে উঠলেও অন্য জন নিখোঁজ ছিল। তাঁকে উদ্ধার করতে ডুবুরি দলকে সংবাদ দেওয়া হলে খুলনা থেকে ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে।