হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় ট্রাকের পেছনে নসিমনের ধাক্কা, নিহত ১ 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় ধীরে চলা একটি ট্রাকের পেছনে নসিমনের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নসিমন চালক শিমুল গাজী (২৬) নিহত হয়েছেন। 

নিহত শিমুল গাজী সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে। দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার। তিনি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে জেলার কালীগঞ্জগামী একটি ট্রাক দেবহাটার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় শেখ রাসেল দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শোভাযাত্রা যাওয়ার কারণে ট্রাকটি ধীরে চলছিল। এ কারণে পেছন দিক থেকে একটি নসিমন এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে নসিমন চালক শিমুল গুরুতর আহত হন। 

ওই ট্রাকের ড্রাইভার ও স্থানীয় লোকজন শিমুলকে উদ্ধার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয় ঘটনাস্থলে থাকা থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা সেলিম গাজী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি