Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দেবহাটায় ট্রাকের পেছনে নসিমনের ধাক্কা, নিহত ১ 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় ট্রাকের পেছনে নসিমনের ধাক্কা, নিহত ১ 

সাতক্ষীরার দেবহাটায় ধীরে চলা একটি ট্রাকের পেছনে নসিমনের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নসিমন চালক শিমুল গাজী (২৬) নিহত হয়েছেন। 

নিহত শিমুল গাজী সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে। দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার। তিনি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে জেলার কালীগঞ্জগামী একটি ট্রাক দেবহাটার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় শেখ রাসেল দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শোভাযাত্রা যাওয়ার কারণে ট্রাকটি ধীরে চলছিল। এ কারণে পেছন দিক থেকে একটি নসিমন এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে নসিমন চালক শিমুল গুরুতর আহত হন। 

ওই ট্রাকের ড্রাইভার ও স্থানীয় লোকজন শিমুলকে উদ্ধার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয় ঘটনাস্থলে থাকা থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা সেলিম গাজী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

খুলনায় মাদক মামলায় একজনের কারাদণ্ড

ক্যাম্পাসে ফিরলেন কুয়েট উপাচার্য, বাসভবনে আবারও তালা দেওয়ার চেষ্টা

জিয়ারত করতে গিয়ে দেখা যায় কবরে লাশ নেই, পাশের কবরও খোঁড়া

ইবির শিক্ষার্থীবাহী বাস উল্টে ধানখেতে, আহত ২৫

ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নানা সংকটে জর্জরিত মুরগি উন্নয়ন খামার

ফুটবলার থেকে চরমপন্থী নেতা

‘বন্দুকযুদ্ধের’ নামে ব্যবসায়ীকে হত্যা: সাতক্ষীরার সাবেক এসপিসহ ৭ জনের নামে মামলা

ননদ-ভাবির দ্বন্দ্বে ক্লিনিকে তালা

ইবিতে জিয়া পরিষদের নেতৃত্বে ফারুকুজ্জামান ও রফিকুল