Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের গলায় ওসির ফুলের মালা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

দৌলতপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের গলায় ওসির ফুলের মালা

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানকে ফুলের মালা পরিয়েছেন থানার ওসি। নির্বাচনে বিজয়ী হওয়ার পর গতকাল মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের একটি কক্ষে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদের গলায় মালা পরান। যার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওসি হাসিমুখে ফুলের মালা পরাচ্ছেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে। এ সময় পাশে ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই এই বিষয়ে বলেন, এ ঘটনায় অনেক কিছু প্রমাণিত হয়। যেহেতু এই উপজেলা নির্বাচনে আরেক স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান কেন্দ্র দখল, এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া এবং প্রশাসনের নীরব ভূমিকার অভিযোগ এনে ভোট বর্জন করেন। সেহেতু অভিযুক্ত প্রার্থী জয়ী হওয়ার পরপরই ওসির এমন কর্মকাণ্ড প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায়।

এ বিষয়ে পরাজিত প্রার্থী আনিসুর রহমান বলেন, ‘আজ সকালে ছবিটি আমার নজরে আসে। গতকাল রাতে দৌলতপুর থানার ওসি বুলবুল আহমেদকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। তাতে অনেক কিছু প্রমাণিত হয়। বিষয়টিতে খুব অবাক হয়েছি। আমি ছবিটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনব।’

একজন পুলিশ কর্মকর্তার বিজয়ী প্রার্থীকে ফুলের মালা পরানো প্রসঙ্গে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনে যদি কেউ নির্বাচিত হয়ে যান, তাহলে নিরপেক্ষতার আর কী থাকে? আপনি যখন চেয়ারম্যান হয়ে যান, তার সঙ্গে আর নিরপেক্ষতার কী থাকে। তাঁর সঙ্গে তো আমাদের চলতে হবে।’

এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। আপনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলুন।’

তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘পোশাক পরা অবস্থায় একজন পুলিশ কর্মকর্তা কোনো অবস্থাতেই একজন নবনির্বাচিত জনপ্রতিনিধির গলায় ফুলের মালা দিতে পারেন না। এটা করলে ওই এলাকায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এটা ঠিক নয়।’

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) পলাশ কান্তি নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘খোঁজ নিয়ে দেখছি বিষয়টি। সে আসলেই মালা পরিয়েছে নাকি মালা ধরে রেখেছে, এ বিষয়ে কথা বলে আপনাকে জানানো হবে।’ ঘণ্টাখানেক পর একাধিকবার ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি।

এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না জানতে চাইলে বিষয়টি এড়িয়ে জান জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার।

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, শ্বশুর ও স্বামী পুলিশ হেফাজতে

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের