পবিত্র ঈদুল ফিতর ও পয়লা নববর্ষ উপলক্ষে টানা পাঁচ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আজ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ এপ্রিল থেকে আবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। উভয় দেশের কর্তৃপক্ষ আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
ভোমরা ইমিগ্রেশনের কর্মকর্তা মাজরিহা হোসাইন বলেন, পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।