Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

গাংনীর হৃদয় হত্যার মামলায় ২ আসামি গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীর হৃদয় হত্যার মামলায় ২ আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার দুই আসামি। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে হৃদয় হোসেন (২৪) হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন রামনগর গ্রামের মো. আজাদ আলীর ছেলে জান্নাত হোসেন (৩৮) এবং একই গ্রামের মো. ছাদিমানের ছেলে বিপুল হোসেন (৪২)।

র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর গাংনী ক্যাম্পের কর্মকর্তা মো. এনামুল হকের গতকাল বৃহস্পতিবার রাতে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একজন তাঁর ট্রাক্টরটি চরগোয়ালগ্রাম ঈদগাহ মাঠের সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ধাক্কা লেগে চরগোয়ালগ্রাম কেন্দ্রীয় গোরস্থানের গেট ভেঙে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি হলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। এ সময় জান্নাত, বিপুলসহ কয়েকজন হৃদয়কে ব্যাপক মারধর করে। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নিহত হৃদয়ের বাবা বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর থানার মশাউড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জান্নাত হোসেন ও ২ নম্বর আসামি বিপুল হোসেনকে গ্রেপ্তার করে। দুজনকেই গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁরা পলাতক ছিলেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন, মুছে দিল উপজেলা প্রশাসন

নাতনিকে যৌন নিপীড়ন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাটে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

মায়ের কোল থেকে ছিটকে পড়ে ভ্যানচাপায় ৪ মাসের শিশুর মৃত্যু

কার্ডিওগ্রাফার দেখছেন রোগী

খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

বাবা–মায়ের শেষকৃত্য, জানল না আরাধ্য

‘বাবা আমারে কয়ে থুয়ে গেছিলো, তুই থাকিস আমি আসবনে’

যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, বাসে আগুন দিল স্থানীয়রা