হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় পলিথিন ব্যাগ ব্যবহার করায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

পলিথিন ব্যবহার করায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

সুপারশপের পর দেশের কাঁচাবাজারেও আজ শুক্রবার থেকে নিষিদ্ধ হয়েছে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার। তারই অংশ হিসেবে কুষ্টিয়া জেলাসহ দৌলতপুরে অভিযান চালানো হয়েছে। পৃথক অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে কুষ্টিয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রেকসোনা খাতুনের নেতৃত্বে পৌর বাজারসহ বেশ কয়েকটি বাজারে এই অভিযান চালানো হয়।

এ ছাড়া দামের অসঙ্গতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক মুরগি ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে টাস্কফোর্স কমিটি।

হোসেনাবাদ বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, সরকার আজ শুক্রবার থেকে দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় ও বাজার নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অন্যদিকে দৌলতপুর উপজেলায় তারাগুনিয়া, হোসেনাবাদ ও থানা বাজার এলাকায় পলিথিন ব্যাগ মজুত ও বাজারজাতকরণের চার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন